ঝকঝকে নীল আকাশটায়
জোছনার আলো! সে তো তোমারই রূপের মত।
প্রাণ শীতল করা মিষ্টি কথার আমেজ
সেও তো তোমারই ঠোঁটে শোভমান।
তুমি কথায় নেই?
নৃত্য গীতের ঝংকার!
সেতো তোমারই পদের নূপুর ধ্বনি।
তোমার মুখের ভেংচি!
সেতো হাজার গোলাপের টগবগে হাসি।
অন্ধকার রাতের ভূতরে ভুবন!
সেতো তোমার কালো কেশেই লীলারত।
তোমার হাতের কাঁচের চুড়ি
রিনঝিন সঙ্গীত
সেতো ঋতুর রাণী বর্ষার মতোই।
তুমি কথায় নেই? আমার হৃদয় মন্দিরে?
সেখানে তুমি ছাড়া সবই মেকী।