এই একুশেই এই আকাশেই
হাজার স্মৃতি জমা
গর্জে উঠ শক্ত মুঠো
করোনা তাদের ক্ষমা,
করছি শপথ শহীদ স্মরণ
ভাঙবো রুদ্ধ দ্বার
তাড়িয়ে কাফের নিনাদে জয়ের
অশ্রু মুছাবো মা'র।
কাল-কালোদের ভয়াল থাবায়
বাংলা কাঁপছে আজো
এসেছে সময় জবাব দেবার
বীর সেনানীরা সাজো,
মহান সূর্য করছে আড়াল
দুষ্টু মেঘের দল
বজ্র আঘাত করব এবার
মিটাব তাদের ছল।
এই একুশেই এই আকাশেই
হাজার স্মৃতি ঠাসা
আঁকড়ে ধর আপন কর
হৃদয়ে বাংলা ভাষা।