এ হৃদয়ের গাঙে বিলাপ ভাসালাম
শাঁখা ভাঙলাম, আবর্জনার স্তূপে পড়লো
সিঁদুরের কৌটো
বরফের টুকরো গলা চেপে ধরল
রক্তের গন্ধে
সবুজ, পাণ্ডুর হল
নির্জীবতার আঘাতে
ভাঙা জানালার বাতাসে
লজ্জা স্বাধীন হল
তবু আমি স্থির
তবু আমার স্বাধীনতা এল না।