গানের গন্ধে সুখ-স্মৃতি হাতরিয়ে
একটা কোকিল
ডানার দেশে উড়ে যায় পালক সাজাতে,
ঘাসফড়িং নাচে লাল, নীল, শাদা
শুকনো পাতার খুচরো দেশান্তরের
ঝংকার তোলে বাতাস ক্যাম্পাসে।
একদা সূর্যের রোদে কুড়িয়েছিলাম
জীবনীশক্তি, এখন
আমি পাষাণ সমাধি,
অশ্রুর দেয়ালে ত্রিমাত্রিক প্রতিবিম্ব।