মনে আছে?
একবার যে বৃষ্টি নেমেছিল
মেঘমালা আশ্রয় নিয়েছিল তোমার খোঁপার কাছে
মনে আছে?
একবার ভিজেছিলাম দুজন মিলে
তোমার কাজল চোখ ভেসেছিল
অশ্রুফোঁটা কাজল বিলে
আর আমি হারিয়ে ছিলাম
তোমার কাজল চোখের অন্ধকারে।
সেদিন মেঘের বৃষ্টিফোঁটাও তোমায় নিয়ে
শত কাব্য লিখলো
আর মনে মনে তপ্ত মেঘও
অজান্তেই হাজার স্বপ্ন বুনলো।
মনে আছে?
আমার মনে আছে
সেই একদিন পুরনো এক অতীত হয়ে গেছে।


দীপ্ত
শেরপুর।
১৭/১২/১৬