তোমাকে কি দেবো ভেবে পাইনা
ভাবি,কি আছে দেয়ার মতো
জানো, ভেবে পাইনা
ঝিঝিপোকার মাদকতায় রাতভর কবিতা আর
কিছু যন্ত্রণাময় অপূর্ণ স্বপ্ন
এই নিয়ে আমার রাত পার হয়।
দিনের শুরু?
সেটাতো শ্রুতিমধুর পাখির কিচিরমিচির
আর বাগানের শিউলি ফুলের পাতা ভেদ করে
আসা একফালি সোনালি রোদ
তারপর শুরু হয় কর্মব্যস্ত জীবন
সুখের আসায় দৌড়
এ দৌড় জীবনের দৌড়
মধ্যবিত্ত জীবনে নেই কিছুই দেবার মত
তারপরও বলতে পারি
ভালোবেসে একবার হাত রাখ এ হাতে
বিশ্বাসের চাদরে মুড়িয়ে নেবো বুকে
একটিবার কাধে মাথা রেখে দেখো
সবটা  শান্তিতে ভরিয়ে দেবো তোমায়
দীর্ঘশ্বাসে জানিয়ে দেবো আদরের
প্রতিটা ক্ষণ, ভালবাসার প্রতিজ্ঞা
আর আমৃত্যু কাছে থাকার পণ।
নিজেকে দিয়ে দিলে আর কি চাই তোমার
বল তুমি...
কি দেবো আর
আমি ছাড়া কি আছে আমার দেবার...