কবিতা : পরাজয়
লেখা : দীপ্ত মোদক


তোমার ইচ্ছের কাছে বারবার
পরাজিত হই আমি
তোমার এক একটি হাসি
আমার শত জনমের
অবহেলার রাগ বিদ্বেষ সব ভুলিয়ে দেয়।
আমি মুগ্ধ হয়ে দেখি
তোমার জোছনা ফোটা উজ্জ্বল হাসি।
বিশ্বাস করো "স্বপ্নকুমারী"
তোমার দিকে তাকালে
আমি যেন ধ্যানমগ্ন কোন
সন্ন্যাসীতে পরিণত হই।
আমার মৃতপ্রায় এ দেহে
অনন্ত যৌবন শিহরিত হয়ে ওঠে
ঠিক তুমি ছোঁয়া মাত্রই।
আমি ভুলে যাই
অতীতের সব বিশ্বযুদ্ধের কথা।
আমার সুউচ্চ বিরহী পর্বত
গলতে শুরু করে মহা হিমালয়ের মত।
সেই হিমালয় প্লাবন বুকের রুখ্য বালুতটে
ভাসিয়ে দেয় রাতভর জমানো অভিমান যত।
আর রেখে যায়
তোমার শরীরের গন্ধমাখা অসীম বিস্তৃত সীমানা।
যেন আমি এ সীমানার একলা পথিক
হারিয়ে যাই তোমার দেয়া সেই অনন্তলোকে।
আর আমি সীমানা খুঁজতে গেলেই
সীমানাজুড়ে তোমার জাদুর দৃষ্টি
আমার মন হরণ করে নেয়।
গভীর শূন্যতায় পরাজিত হই আমি
বারবার পরাজিত হই।
বিরুদ্ধের জয় চাইনা আমি
এ পরাজয় মেনে নেই আমি।
তোমার খুশিতেই হয় আমার পরাজয়।
ভুলে যাই সব আমি।
তোমার লেখা সব প্রিয় কবিতায়
ছুঁয়ে আছে আমার মুগ্ধতা
তোমার এ সব প্রিয় কবিতায়
আজ আমার অবসরযাপন।
আর আমি হই চির অবোধের চেয়েও অবোধ।
একবার, বারবার শতবার খুন হবার জন্য
তোমার দিকে চেয়ে
মুগ্ধতায় আচ্ছন্ন হতে তোমায়
আমি পরাজিত হই।
তোমার ইচ্ছের কাছে বারবার
পরাজিত হই আমি
বারবার পরাজিত হই।