সন্ধ্যা প্রদীপ জ্বেলে আমি বলব কথা,
তোমায় যদি না পাই খুঁজে সাঁঝের বেলায়।
ঊষার আলোয় বলব কথা শিশির ভেজা ফুলের সাথে,
যদি আমার হাত ছেড়ে দাও অবহেলায় পথের মাঝে।
যদি আমার বক্ষ ভিজে তোমার দেওয়া চোখের জলে,
সেটা আমি লুকিয়ে নেব শরৎ কালের বর্ষা বলে।
আমার থেকে মুখ ফিরিয়ে দাঁড়াও যদি গোধূলিতে,
খুঁজে নেব তোমায় আমি দিগন্তের ওই রামধনুতে।
দুঃখ ব্যথা নীরব রাতে, বলব আমি চন্দ্রিমাকে,
সে যদি হয় সঙ্গী আমার অনন্তলোক-পথের বাঁকে ।