১০৮ টি গোলাপ থেকে
একটি গোলাপ হারিয়ে গেছে
কতজন কতভাবে
কত যায়গায় যে খুঁজেছে
তা তুমি জাননি ।


কতগুলো কবিতা যে
লেখা হলো না
সে খবরও রাখনি ।


দিয়ে দাও না গোলাপ টা
কি হবে ওটা রেখে ?
স্বৃতিগুলো না হয়
মরেই যাবে,
দু ফোঁটা অশ্রু
আবারো চোখে গড়াবে ।
তবুও শুধু একটি বার ভাবো
কতগুলো কবিতা মুক্তি পাবে
ঐ একটি গোলাপের অন্তরালে ।
দিয়ে দাও না গোলাপ টা
কি হবে ওটা রেখে ?
এক বক্স রং পেন্সিল তো
রইলো তোমার
রইলো পুরোটা আকাশ ।
মন ফড়িং টাও এনে দেবো
চাঁদের দিকে হাত বাড়িয়ে
জ্যোস্না এলে ভিজতে দেবো ।
দিয়ে দাও না গোলাপ টা !
কি হবে ওটা রেখে ?
তুমি কেন বুঝতে চাইছো না
আমি যে ওদের
কথা দিয়েছি
গোলাপ টা আমি এনে দেবো ।
তাই আবারো বলছি
দিয়ে দাও না গোলাপ টা
কি হবে ওটা রেখে ?