স্বাধীনতা,
তুমি নাকি জাগ্রত জনতার ?
তবে কেন স্বাধীনতা আজ
দস্যি পাড়ায়
উল্টো স্রোতের ধার ?
স্বাধীনতা ,
তুমি না কি দেশকে গড়ার
কঠিন শপথ ছিলে ?
তুমি কি দেখনা
বিলাসিতা হচ্ছে আজো
মিছিলে মিছিলে ।
স্বাধীনতা ,
তুমি এসেছিলে নাকি
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ?
তবে আজো কেন
চিত্কাোর করি
কান্নায় ভাসি হেঁসে হেঁসে ?
স্বাধীনতা ,
তরুন ভেজা রক্ত জড়ায়ে
এনেছে তোমায় যারা
কতটুকো তাদের মান রেখেছি
আজ ভেবে হতে হয় সারা ।
স্বাধীনতা ,
দিয়েছো পতাকা দিয়েছো দেশ
দিয়েছো স্বধিকার ,
তাই নিয়ে কত হৈ হুল্লা
আরো খাটাই অধিকার ।
স্বাধীনতা ,
কেউ কেউ বলে
তুমি না কি হারিয়ে যাচ্ছো দিনকে দিন !
হাহাকার আজ পাঁজর জুরে
পাজঁর জুরে ব্যাথার বীন ।
শোধ হবে না এই ঋণ
শোন হবে না কোন দিন
যে যাই বলুক
বলুক যত ইচ্ছে যার ,
একটি কথাই বলবো আমি
স্বাধীনতা তুমি আমার !
স্বাধীনতা তুমি আমার !