কাল থেকে তুই বরং
একটু আমায় কম ভালোবাসিস
না হয় একটু দূরেই থাকিস,
মাঝে মাঝে কষ্ট দিস ।
অবহেলা আর ঈর্ষা জ্বালার দু একটা ছোবল দিস. . .
কাল থেকে একটু না হয় কম ভালোবাসিস ।
এমন করে বুঝি ভালো বাসে কেউ?
তুই বল
পদ্ম পাতা সইবে কেন
বাঁধ ভাঙা নদীর ঢেউ. . . .।