আমি হাঁটি পথের হয়ে!
সদ্য কিশোরের উদ্যমী প্রেমের মতো,
রুদ্ধশ্বাসে পাড়ি দেই সব পথ যতো-
নিজের অথবা অন্যের অবয়বে।


যেতে হবে বহুদূরে,
দূর আকাশের নীল ছুঁতে
অথবা সূর্যের আগুন হতে
প্রকৃতি খুনের অপরাধে-
বন্দী হয়ে যান্ত্রিক কারাগারে!


একদিন তবু অবসরে!
হঠাৎ থমকে গেলে
চেয়ে দেখি একা বসে চারিধারে-
নিশ্চুপে ভাবি-থামবো ও না কি ক্লান্তি এলে?