বলে -আমি তোমার প্রিয়া , বন্ধু , সাথী , তোমার  সাথে খেলি আমি , তোমার কল্পনার  কলমের ছন্দে , শব্দের মাধুর্যে , ভাষার পারিপাট্যে ।
হয়তো বা তুমিই আমার জন্মদাতা , কিংবা
জন্মদাত্রী ! তোমায় আমি বড়ই ভালবাসি কবি !
তুমি আমায় নিত্য নূতন সাজাও শব্দের অলংকারে,
ভাষার বিন্যাসে । নিতুই নূতন রূপ দাও আমায় -
প্রকাশ কর , নূতন জীবন দান কর , নব নব জন্ম দাও ।
কত রূপে , কত রসে , কত অনুরাগে ,
ভালোবাসায় , অভিমানে , স্নেহ , মমতায় ।
কখনো বা স্নেহধারা ঢেলে দাও ,
কখনো বা ভালবাসায় বুক ভরাও ।
কখনো বা ক্রোধে , উন্মত্ততায় ফেটে পড়,
কখনো বাংলা মায়ের প্রতি প্রণতি জানাও ।
কখনো জায়া , কখনো জননী , কন্যা ,
কখনো বা সন্তান , কখনো পিতা ।
কখনো বন্ধু , কখনো ভ্রাতা রূপে আঁকো ।
তোমার কলমের তুলিতে সাজাও প্রতিনিয়ত,
উর্ব্বশী  , সুন্দরী , পরী -----।
তুমি কবি , তুমি রূপকার , সমাজকে
পথ দেখাও তোমার কাব্যছন্দের মধ্যে ।
শিক্ষার আলো ধরো , জ্ঞানের মশাল জ্বালাও।  ,
ঘুণ ধরা সমাজ কে কথা বলতে শিখাও , নির্জীব কে সজীব করে তোলো ।
তুমি নবজাগরণ , জনজাগরণ আন -
তুমি রক্তে আগুন ধরাও ।


          ********
বিকেল -৫:০০মিনিট ,
২৪/০৭/২০১৮ মঙ্গল বার ।
কলকাতা ।