১৩. " দক্ষিণ তল্প " শ্রীপর্বতে  কাটিয়া পড়িলে ,
        " দেবী শ্রীসুন্দরী বা সুন্দরানন্দ ভৈরব " সেথা বলে !
১৪. কর্নাটে কাটিয়া পড়িল দেবীর " দুইকর্ণ যুগল ",
      " দেবী জয় দূর্গা বা ভৈরব অভিরুক " সেথা বলে সকল !
১৫. বৃন্দাবনে " কেশরাশি " পড়ে যেগো ছিল ,
     এইখানে "ভৈরব ভূতেশ বা দেবী উমা " কইল !
১৬. গঙ্গাতীরে কিরীটে "কিরীট " কেটে ফেলে ,
      "ভৈরব সংবর্ত বা দেবী বিমলা "বাটানগর হেথা বলে !
১৭ . জৈনপুরে "গ্রীবাদেশ " শ্রীহট্ট ধাম ,
     মহাপীঠস্থান হেথা "মহালক্ষ্মী " নাম !
১৮ . নলহাটীতে "নলী " পড়ে হন "দেবী কালিকা " ,
     "ভৈরব যোগেশ " তাঁর পাশে ,জানে ভবলোকা !
১৯ . কাশ্মীরে "কণ্ঠ দেশ " পড়ে ,আবির্ভূতা "দেবী মহামায়া " ,
     "ভৈরব ত্রিসিদ্ধ্যেশ্বর "তীর্থ সেথা ," অমর নাথ "পাশেওতাঁর      জায়া !
২০ ."দক্ষিণ স্কন্ধে -র "খন্ড রত্নবলীতে পড়ে ,আবির্ভূতা হন "দেবী কুমারী ",
       অহোরাত্র " ভৈরব শিব " সেইস্থানে থাকেন প্রহরী !
২১ . "বাম স্কন্ধ " পড়ে মিথিলায় ,পুরানে  যে কয় ,
       " ভৈরব মহোদর "যেথায় সদাসর্বদা উদয় !
২২ . চট্টোগ্রামে " দক্ষিণ বাহু "কেটে পড়ে ,সেথা প্রতিষ্ঠিতা "দেবী
      ভবানী" ,
      পর্বত সেথা "ভৈরব চন্দ্রশেখর " বলেন,সদা থাকি আমি !


                          **********


০১/১১/২০১১ ,মঙ্গলবার ,
রাত্রি - ১০:৫৫মিঃ ,বসন্তপুর