২৩. মানব ক্ষেত্রে "দক্ষিণ হস্তার্দ্ধ " পড়ে তাই "দেবী দাক্ষায়নী " ,
        তথায় "ভৈরব অমর "সতত প্রহর রত আপনি  !
২৪. কাটিয়া পড়ে "কনুই " উজ্জানী ধামেতে ,
       আবিভূর্তা দেবী সেথা "দেবী মঙ্গলচন্ডী "নামেতে  !
২৫. মণিবন্ধে সতীর "করগ্রন্থী "কাটিয়া পড়িল ,
       "ভৈরবসর্বানন্দ " তথা "দেবী গায়ত্রী "রূপা হইল !
২৬.  প্রয়াগে "হস্তের দশ অঙ্গুলী "কাটিয়া পড়িল ,
       "ভৈরব ভব" নাম সেথা "দেবী ললিতা " প্রকাশিল !
২৭.  বাহুলায় সতীর "বামবাহু "কাটিয়া ফেলে যথা ,
        "ভৈরব ভীরুক " তথায় 'দেবী বাহুলা ' পূজিতা !
২৮ . জলন্ধর জ্বালামুখীতে দেবীর পড়ে  "প্রথমস্তন " ,
        "দেবী ত্রিপুর মালিনী "প্রকাশ যথা "ভৈরব ভীষন" !
২৯.  কেটে পড়ে "দ্বিতীয় স্তন "চিত্রকূট পর্বত -রামগিরি ধাম ,
       "ভৈরব চন্ড "বাস করেন ,"দেবী শিবানী "নাম !
৩০.  "ভৈরব বৈদ্যনাথ " থাকেন বৈদ্যনাথ ধামে ,
        "হৃদয়"পড়ে তথা দেবী আবির্ভূতা "দেবী জয় দূর্গা "নামে !
৩১.  দক্ষিণে পুরীর মন্দির যেথায় উৎকল দেশ ,
       "ভৈরব জগন্নাথ "সেথা "দেবী বিমলা "পড়ে "নাভি দেশ " !
৩২.  কাঞ্চীদেশে একটি কুন্ডে দেবীর "কঙ্কাল "পড়েছিল ,
       "দেবী দেবগর্ভা "নামে সেথা প্রতিষ্ঠিতা হইল !


                   **********


০১/১১/২০১১ ,মঙ্গলবার ,
রাত্রি ১০:৫৫মিঃ ,বসন্তপুর !