আকাশতো ভলোবাসে নীল নীলিমায় ,
তপনতো ভালোবাসে  তেজদীপ্ত রোশনায় ।
সুধাকর বাসেভালো মিষ্টি মধুর হাসি ।
নক্ষত্রেরা ভালোবাসে স্নিগ্ধ চন্দ্রশশী ।
মহীধর ভালোবাসে উদার প্রত্যয় ,
নির্ঝরিনী  ভালোবেসে শৈল্যরে জড়ায় ।
স্রোতসিনী বয়ে চলে সাগর সঙ্গমে ,
পারাবার অপেক্ষায় যথা তটিনী নামে ।
বৃক্ষলতা ফুলে ফলে ভরায় অবনী ,
কূপপয় দান করে পিপাসায় পানি  ।
সমীরণ অবিরাম শরীর জুড়ায় ,
কোকিল মধুর কন্ঠে সুমধুর গায়  ।
বিহঙ্গ কুজনে মত্ত বিহঙ্গিনী সনে ,
অয়ন বাহিয়া পান্থ চলে আনমনে  ।
পাষান কত অত্যাচার সহে  নিশিদিন ,
কাষ্ঠ দগ্ধ হয়ে করে অপরে অন্নদান ।
বসুমতি অহরহ সহ্য করে কত অনাচার ,
প্রতিবাদ নাহি করে এত কষ্ট যে তাহার।


      ****************
দুপুর - ১২ : ১৫ মিনিট ।
০১ / ০৬ /২১ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।