আঁধারের ঘোমটা খানি খোল লো রজনী ,
দুয়ারে দাঁড়ায়ে দেখো আছে দিনমণি ।
আঁধারেতে ঢাকা নিশা প্রভাত হলো ,
ঘোমটা খোলো লো বিভা ঘোমটা খোলো ।
ডাকিছে আদিত্য তোমায় আঁধার লুকালো ,
আঁধারের ঘোমটা খানি খোল লো খোলো ।
কাকলি কূজনে ভ'রে ঊষা যে এলো ,
ডানা মেলে বিহগেরা ভোর যে হলো ।
আঁধার রজনী তোমার ঘোমটা তোল ,
দেখ এসেছি চলিয়া আমি নয়ন খোল ।
কিচি মিচি করে পাখী ঝাঁকে ঝাঁকে উড়ে ,
মরাল মরালী দল বেঁধে চলে পুকুর ধারে ।
বাগদিনী জ্বাল কাঁধে ধরতে চলে মাছ ,
ডোম বৌ বাঁশ চেঁছে বুনিতেছে চাঁচ ।
গোধনীর পাল লয়ে রাখাল ছেলে যায় ,
মাঝি ভাই খেয়াঘাটে তরী খানি বায় ।
হাটুরে হাটেতে যায় হাতে নিয়ে থলি ,
গাঁয়ের বৌ ঝিয়ে বসে সেলাই করে পাতা খালি ।
এবার ঘোমটা খোল ওলো যামিনী ,
তমসা গেছে যে সরে ওলো কামিনী ।
অবগুন্ঠনে ঢাকা তোমার  তমসা দেহ ,
ওলো মুখখানি ঢাকিছ তব না দেখে কেহ ।
যখন অস্তাচলে চলে যাইব  আমি ,
তখন ঘোমটা দিও ওগো অভিমানিনী   ।


     ***************
দুপুর - ১২ : ৪৫ মিনিট !
২০ /১২ / ২১ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !