কত না শহীদের শক্তির বেদি মূলে ,
বুকের রুধিরে রাঙা হয়ে গেল সেই
                      সে বেদির তলে ।
কত মাতৃকোল আজ হয়ে গেল খালি ,
কত অবুঝ সবুজ প্রাণ হয়ে গেল বলি  ।
তারা কি আসবে আর কোন দিনও ফিরে ?
যারা বুকের রুধির দিল দেশ মুক্তির তরে ।
যারা প্রাণ হারালো দেশের মুক্তির জন্য ,
তারা আসবে  ফিরে আর কোন দিন ও ।
যারা স্বর্গগত তারা এই ভেবেছে মনে ,
জীবনের চেয়েও বড় জন্মভূমি জানে ।
যারা দেশের জাতির বুকে জাগালো আশা ,
মুক ও বধির মুখে ফোটালো ভাষা ।
রক্ত কমলে গাঁথা মালা খানি লইয়া করে ,
বিজয় লক্ষ্মী দাঁড়িয়ে আজ তাদেরই দ্বারে !
বরণডালা হাতে লয়ে  দাঁড়ায়ে মাতা ,
এস বীর সাজে বীর সেনানী সেথা  !
হে বীর মাতৃ ভূমিতে আবার এস ফিরে ,
সন্তান রূপে এস পুনর্বার মাতৃ ক্রোড়ে !


**********************
বিকাল - ৩ ;৫৮ মিনিট !
২১ /০৩ /২২ সোমবার !
রবীন্দ্রনগর =মেদিনীপুর !