শরীর হচ্ছে জ্বরা জীর্ন শীর্ন ,
আজি নিজের গৃহেই বন্দি মানুষ যেন ।
নিস্প্রাণ ,নেই শতস্ফূর্ত মন ,
হাজত বাস গৃহ মধ্যে যেমন ।
শুধু ফরমাল্যাটি আর ভদ্রতার মুখোস ,
এই কি যুগের সভ্যতার দোষ ?
নেই খোলা জায়গা ,খেলার মাঠ ,
সবুজ ঘাসে ঢাকা নেই পথ ঘাট ।
নেই বনানী ,বৃক্ষ সারি সারি ,
এ যেন সবুজের মহামারী ।
সেথা বৃহৎ বৃহৎ অট্টালিকা মাথা তুলে ,
রাস্তার দু'পাশে রঙ বেরঙের বিজলী জ্বলে ।


পাখীদের নেই কাকলী কূজন ,
ছায়াতে বসেনা পথচারী জন ।
চিড়িয়াখানায় বন্দী জন্তু জানোয়ার ,
জঙ্গলে নেই তাদের অবাধ বিচরন।
নেই মহুয়ার মাতাল হাওয়ায় ,
সাঁওতালীরা বনফুলে খোঁপাটি সাজায় ।


বাস ট্রাম ট্যাক্সির রাতদিন শব্দ ,
অটো রিক্সোর পোঁ পোঁ ,নেই নিস্তব্দ ।
দেখা হলে সবে হেথা হাই হেলো বলে ,
একি আবাসনে বাস,কেউ কারুরে না চেনে ।
হেথা নেই কোন লোকাচার ,সরলতার আনন্দ ,
সবে যেন  যন্ত্র ,যান্ত্রিক মানবিকত্ত ।


           😬😬😬😬😬😬


রাত্রি -৯:১৭ মিনিট ,
৩০/০৩/২০২৯ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।