অভিলাষ ছিল মনে ,জিনিবে রাজকন্যা রাজধনে ,
হইলনা অভিলাষ পূরণ ,ঘুরে মরে  উন্মত্ত , হন্যে ।
                 এত আশা ,এত সাধ ,বিধাতা বাধিল বাদ ,
                  করিলে রাজ্য জয়,গড়িবে বিরাট সৌধ ,রাজপ্রাসাদ ।
ভেবেছিল স্ব-পরিজন ,থাকিবে সুখে, সচ্ছন্দে ,আনন্দে,
না হইল অভিষ্ট পূরণ থাকে সদা ভারী মনদ্বন্দ্বে ।
                   রাজ কন্যের মন জিনিবার তরে ,পিছে পিছে কতই না ঘুরে ,
                  মনোরঞ্জন লাগি তার  কতশত মিথ্যাকে  আশ্রয় করে ।
ভেবে ছিল  মনে মনে ভূমি ,রাজ্য ,ধন ,অর্থ ,করায়ত্ব করে ,
একছত্রাধিপতি হয়ে ,রাজকার্য্য করে ,সেই রাজ্য উপরে ।
                              রাজপ্রাসাদ ,বাড়ী ,গাড়ী ,আরো পাইবে কত কিছু ,
                              লোক-লস্কর ,কর্মচারী ,ঘুরিবে তাহার পিছু পিছু ।
কোন বুদ্ধি না খাটিল ,না হইল কোন কার্য্য সিদ্ধ ,
এখন নিজের কপাল চাপড়ে বলে ,হায়রে  দুর্বোদ্ধ্য ।
                               তবু ছল-চাতুরীতে কম নাহি আছে ,
                                  সুযোগের অপেক্ষায় ওৎ পেতে আছে ।
না হইলে অভিলাষ  পূরণ ,অতি ক্রোধান্নিত মহাশয় ,
পাগলা কুকুরে কামড়াইলে  জলাতঙ্ক রোগী যেমন হয়  ।
                                  না হইল মনোবাঞ্ছা পূরণ ,ভাবে এখন কি করি উপায় ,
                                   মনস্তাপে  ,হতবুদ্ধি ,ভাবে কুড়াল মেরেছি নিজের পায় ।


                                 💥💥💥💥💥💥💥💥💥💥💥


বেলা -12 :56 মিনিট ,
03 /11 /2018 শনিবার ।
মেদিনীপুর - কেরাণীটোলা ।