ঘরে বাইরে অভিনয় এইতার চরিত্র হয় ,
মিথ্যা অভিনয় করে কার্য উদ্ধার করে সদাই ।
মিথ্যা অভিনয় কোরে ,করে কার্য উদ্ধার ,
অভিনয় মিথ্যা তার ,বুঝে হেন সাধ্য কার ।
যেন তেন প্রকারেন করে কার্য উদ্ধার ,
পরক্ষনেই মিলিটারী মেজাজ কে দেখে তার ।
সে কখনো কারুর অধীন নয় মনে হয় ,
সবজান্তা ,সর্বজ্ঞানী ,পরাধীন কারো নয় ।
অজ্ঞ ,মূর্খ ,অপদার্থ ,সেই হয় বেশী ,
জানেনাকো সদ্ব্যবহার শুধু বদমাসী  ।
মিথ্যা অভিনয় করে সে উতরে যায় দিন ,
পড়বে বিপাকে অভিনয় ধরা পড়বে যেদিন ।
হাতির হাঁটা দেখে মশা হাঁটতে চায় ,
দুর্ভাগ্য ! হাতির মতো চেহারা পাবে সে কোথায় ?


           *******************
সকাল - ৯:৫০ মিনিট ।
০৫/০৮/২০২০ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।