দিবা রাত্র বৃষ্টি ঝরেই চলেছে ঝমঝম ,
বিরাম বিহীন ,অবিরল ধারায় ¡
যদিও ক্ষণিকের বিরাম নেয় তো _
সূর্য্যদেবের মুখদর্শন পাওয়া ভার ¡
রৌদ্রর অভাবে যতসব অসুখ-বিসুখের _
জীবানু গুলি সক্রিয় হয়ে উঠেছে ,
নানা ধরনের রোগে জনসাধারন ভুগছে ¡
কারুর কম ,কারুর বা বেশী ,অল্প বিস্তর
সবাই  একটা না একটা কিছুতে ভুগছে ¡
উদর পীড়ায় ,কফ-সর্দি ,কাশি ,জ্বর ,
সবাই ¡ বৃদ্ধ ,বাচ্চা থেকে সবাই ¡
অবিশ্রান্ত ধারায় বরষন মুখরিত ,
মেঘেদের কলস উপচে ঝরে পড়ছে -
শ্রাবণের ধারা ¡  চারিদিক ক্যাচ্ ক্যাচ্
করছে ,এমন কি বাড়ী ভেতর স্যাঁৎ স্যাৎ
করছে ,ভিজে জামা কাপড় না শুকিয়ে-
ভ্যাপসা,দূর্গন্ধ যুক্ত ¡ রৌদ্রের মুখ দেখা ভার ¡
বাদল অঝোরে অনর্গল ঝরে চলেছে _
তবুও মন  চাইছে বৃষ্টিতে একটিবার ভিজতে ¡


           *************
রাত্রি-৮:৩০ মিনিট ,
০২ /০৮ ২০১৮ বৃহস্পতিবার
        ডেবরা ¡