কত রঙের ফুল ফুটেছে ফুলের বনে বনে ,
উড়ন্ত এই মনটাআমার খেলে তাদের সনে ।


গাছের পাতা খাচ্ছে দোলা মলয় সমীরণে ,
পাখ পাখালি কি সুখে দোল খায় যে তার সনে।


মৃদু মন্দ্র বইছে সমীর পাতা দোলে শাখে ,
বুলবুলি আর টুনটুনি বৌ নাচে পাতার ফাঁকে ।


নবীন ঊষার নবীন আলোয়  সূর্য্যমুখী চায় ,
লুকোচুরি খেলচ্ছে নতূন আলো মেখে গায় ।


ঘাসের আগায় শিশির জমে করছে  চিকচিক ,
রোদের আলো  সাগর জলে করছে ঝিকমিক ।


অস্তকালে রৌদ্রসোনা বেলাভূমিতে খেলে ,
লাল আবীরে হোলী খেলা ঐযে সাগর জলে।


বেলাভূমি সাগরজলে অস্ত যাবার কালে ,
সিঁদুর রঙের রঙ মাখিয়ে সূর্য্য আবীর খেলে ।


           **************


দুপুর - ১ : ১০ মিনিট ।
০২ / ০৫ / ২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।