মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত প্রকৃতি ,
তারই মাঝে আমরা সবাই থাকি গৃহ বন্দি ।
কোকিল ডাকে গাছে গাছে বকুল শাখে শাখে ,
ডাহুক ডাকে বনে বনে পাতার ফাঁকে ফাঁকে ।
প্রজাপতি ফুলের মধু খাচ্ছে ঢোলে ঢোলে ,
গাঙচিলেরা  ডানা মেলে উড়ছে আকাশ নীলে ।
অলিগুঞ্জে ফুলে ফুলে নাচে দুলে দুলে ,
আজি প্রজাপতি মন আমার উড়ে পাখনা মেলে ।
লতার উপর ভ্রোমরা দোলে গুঞ্জরিয়ে ,
মধুপেরা মধু পিয়ে উড়ে মাতাল হয়ে ।
বাউল বাতাস উড়ায় আঞ্চল গেরুয়া শাড়ী ,
সেথায় আনন্দে যাবে উড়ে  তেপান্তর পাড়ী ।
কালো মেঘে বরষা নামে এলিয়ে এলো চুল ,
ফুলের বনে ফুলকলিরা দুলছে দোদুল দুল ।
বন্দি যত খাঁচার পাখী উড়ছে খুশীতে ,
আপন মনে হাওয়ায় দোলে উড়ছে আকাশে ।
মুক্ত তারা মুক্ত আজি যত বিহঙ্গ ,
তাদের দেখে তাইতো জাগে মনে আনন্দ ।
সবুজ বনের অবুঝ পাখী  সবুজ তোদের মন ,
তাইতো চেয়ে দেখছে তোদের আমার অবুঝ মন ।


         ********************
সন্ধ্যা - ৬:৩৫ মিনিট ।
২৯ /০৪/ ২০২০ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।