সবুজ বনের অবুঝ টিয়া ফিরে এসেছে ,
খাঁচার ভিতর বসে টিয়া নামটি ধরেছে ।


গায় "হরেকৃষ্ণ হরেরাম ,হরে হরে হরে রাম,"
গাওরে টিয়া মনের সুখে "জয় রাধা শ্যাম "।


প্রাণ ভরে গাওরে সেই মধুর মধুর নাম ,
যে নামেতে শীলা ভাসে ,জুড়ায় মন প্রাণ ।


যে নামেতে খোঁড়ায় হাঁটে ,বোবায় কথা বলে ,
যে নামতে  ডাকাত বাল্মীকি মুনির  ,হৃদয় যায় গলে ।


যে নাম মুখে নিলে বক্ষ জলে ভাসে ,
সেইনামেতে নীল যমুনায় উজান বয়ে আসে ।


যেই নামেতে মহাপ্রভু গড়াগড়ি পথের ধূলাতে ,
ঐ নামের গুনেই কশিপু ,প্রহ্লাদে না পারে বধিতে ।


যে নামেতে রাধারানী হ'ল পাগলিনী ,
তাইতো সবে বলে " 'রাধা শ্যাম কলঙ্কিণী "।


গাওরে টিয়া হৃদয় ভরে "জয় রাধা গোবিন্দের   "নাম ,
ঐ নাম শ্রবনে হবে চৈতন্য ,পুরবে মনস্কাম ।



             **************


বিকেল - ৩:৫০ মিনিট ,
১৪/১১/২০১৮  বুধবার ,
কেরাণীটোলা - মেদিনীপুর ।