খাঁচার ভীতর অচীন পাখী -
                  পুষিলাম একখান ,
পাখী নড়ে চড়ে ,না বলে কথা  -
                    একি অভিমান ।
যতন কইরে পুষিলাম তারে -
          মনের মত সাজাইলাম ওরে ,
খাইয়ে মাখিয়ে রাখি -
                 সারাজীবন ধরে ।
সারা জীবন রইলো খাঁচায় -
                বেইমানী করল আমায় ,
সুযোগ পেলেই শেষ বয়সে -
             উইড়্যা  চইল্যা  যায় ।
পাখী চইল্যা যায় অন্য খাঁচায় -
             আর ফিইরে আসেনা হেথায় ,
কোন দরজা দিয়ে পাখী -
               ক্যামনে আসে যায় ।
পাখী নড়ে চড়ে কয় না কথা -
                  কখন উইড়্যা যায় ।
পাখী  মনের মত খাঁচা পাইলে-
                  সেথায় উইড়্যা পলায় ।


          **********
বিকেল -৪:১৫ মিনিট ,
২৬/০৩/২০১৯ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।