অচিন পুরের অচিন পাখী ,
তারে কখনো নাহি দেখি -
তারে মনোবেড়ী দিয়ে রাখি ,
পাখী উড়ে যায় কখন দিয়ে ফাঁকি  ।


আট কুটুরি নয় দরজা তাহার  ,
মরি তার কি সুন্দর বাহার -
তবু পাখী কখন যায় যে উড়ে ,
কেউই কখনো না দেখে তারে ।


তারে ধরব ধরব মনে করি ,
তবু তারে না ধরতে পারি -
পাখী কেমনে আসে কেমনে যায় ,
তারে কেউ কখনো দেখতে  না পায় ।


তারে মনের মতো করলাম যতন ,
খাওয়ালাম ননী ছানা মাঘন -
তবু বেমান পাখী করে পলায়ন ,
দেখতে না পাই যায় সে কখন ।


    *************
সন্ধ্যা - ৫:৩৮ মিনিট ।
২৮ /০৮ / ২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।