মায়ের মত আপনজন ,কে আছে ধরাধামে ,
আমার মনের কথা ,প্রাণের ব্যাথা ,মা আপনি বোঝে মনে ¡
আমায় খুশী দেখলে পরে ,মাযে খুশী হয় ,
মন খারাপ দেখলে পরে ,মায়ের কাঁদেযে হৃদয় ¡
বুকে জড়িয়ে মা তখন জিজ্ঞাসেন ত্বরায় ,
"বলনা সোনা কি হয়েছে ,বলনা আমায় ,
কে কয়েছে কটু কথা ,কে দিয়েছে প্রাণে ব্যাথা ,দিয়েছে কোথায় ?
হয়েছে কি শরীর খারাপ কিংবা আঘাত লেগেছে কি গায় ?
সাগর সেচে মুক্তো ,মাণিক ,তুই আমার ওরে ,
তোকে বুকে জড়িয়ে ধরে ,শান্তিতে বুক ভরে ¡
তুই ত আমার হৃদয় রতন ,আমার প্রাণের প্রাণ ,
তুই যে মোর পরশমণি আমার হৃদয় ধন  ¡ "
মায়ের মত হয়না কেহ এই বিশ্বে ,দুনিয়ায় ,
মায়ের মুখে দেখলে হাসি হৃদয় ভরে যায়  ¡
মায়ের পরশ পেলে আমি স্বর্গ সুখ পাই ,
মায়ের কোল স্বর্গ সম ,আরতো কিছুই নাই ¡
মাযে আমার পথের দিশা ,আমার জীবন আদর্শ ,
জীবন পথে হাঁটছি আমি ,নিয়ে মায়ের ভাবাদর্শ ¡


                  ********
সন্ধ্যা-৬:৫৫মিনিট ¡
১৫ /০৩ /২০১৮ বৃহস্পতিবার ¡
    ডেবরা ¡