জন্ম থেকে মৃত্যুআমরা সবাই পরাধীন ,
ভেবে দেখ আমরা সবাই কারো না কা অধীন ।
জন্ম লয়ে মাতৃ ক্রোড়ে মায়ের অধীন ,
মা খাওয়ালে মিটতো ক্ষিদা নইলে ছিলাম হীণ ।
শৈশবে মাতা -পিতার অধীন না ছিল সম্বল ,
খেলা ধূলা লেখা পড়া এই ছিল শুধু কেবল ।
যৌবনেতে হলাম মোরা সমাজ ও সংসারের অধীন ,
মাতা পিতা,সংসারের দায় দায়িত্ব কর্তব্যের অধীন ।
রীতি ধর্ম সমাজ সংস্কার নৈতিক আচরণের অধীন ,
পদে পদে আইন শৃঙ্খলা নিয়ম কানুনের পরাধীন ।
চাকরী বাকরী রাজনীতিতেও বস ও শাসকের অধীন ,
শাসক প্রশাসক দল সবাই হয় জনমতে পরাধীন ।
জনগনের সমর্থন ছাড়া চলেনা আকাশ ও জমিন ,
তাই রাষ্ট্র সমাজ অফিস আদালত সব আইনের পরাধীন ।
সমর্থনে নেতা স্বাধীন সমর্থনে জগৎ চলে রাত্রিদিন ,
জগতে কেউ নয়রে স্বাধীন সবাই কারো না কারো অধীন ।
পৃথিবীটাই মায়ায় বাঁধা মায়ার বন্ধনে বাঁধা রাত্রিদিন ,
সসাগরা পৃথিবীই মানুষের অধীন দেখ কেউ স্বাধীন নয় কস্মিন ।
ভালোবাসা হয় রে ভাই মনেরই অধীন ,
মন ছাড়া ভালোবাসা নয়কো স্বাধীন !


              ********************
দুপুর - ১ :২০ মিনিট !
১১ /০১ /২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !