আগমণীর সুর ভাসে আকাশে বাতাসে ,
আয় মা জননী ত্বরা মোদের সকাশে ।


আয় মা আগমণী এই শ্যামল  ধরায় ,
সুখ শান্তি বিরাজে মাগো তোমার দয়ায় ।


মনের মাধুরী দিয়ে আঁকি গো তোমারে ,
মানস প্রতিমা মাগো এসো মর্ত্যপুরে ।


শরতে শারদা মাগো শুভ আগমণী ,
তোমার আগমনে মাতে জগৎজননী ।


শস্য শ্যামলা ভবে শরতে আগমন ,
শস্যপূর্ণা বসুন্ধরা তাই সারাক্ষণ ।


অন্নপূর্ণা জননী তুমি জগৎপালিতা ,
তাইতো তোমায় বলে ত্রিজগৎপালিতা ।


দ্বেষ ,দ্বন্দ্ব ,দূর কর তুমি সর্বমঙ্গলা ,
সুখ ,শান্তি ,স্থাপন কর তাই তুমি বিমলা ।


জগৎপালন হেতু জগৎ পালিনী ,
বিপদে রক্ষা কর তুমি বিপদতারিণী ।


আনন্দময়ীর আগমনে আনন্দ ভূবন ,
আনন্দে মেতেছে আজ দেশবাসীগন ।


ত্বরাতে আয় মাগো এ বিশ্ব নন্দনে ,
আনন্দে মগন আজি যত জগৎজনে ।


       💥💥💥💥💥💥💥💥
বিকাল -৩: ৪৫ মিনিট ।
২৩/০৯/২০১৯ সোমবার ।
কেরাণিটোলা  = মেদিনীপুর ।