সুখের লোভে ঘুরলি কতই
                ভবিষ্যৎ টা ভাবলি না ,
ঘুরে ঘুরে বুড়ো বয়সে
         খাবি যে "খাবি" সেটা বুঝলি না  ।
খাওয়ার লোভে ঘুরে বেড়ালি
                       হেথা হোথা সেথা  ,
এখন ভেবে দ্যাখ দেখি
                     তোর জীবন খানাই বৃথা ।
না ভাবিলি না চিনিলি
                 কে আপন কে পর ,
টাকার দেমাক দেখিয়ে
               ঘুরে মরলি নরক ঘর ।
ভেবেছিলি তোর মতো
               আর নেইকো কেউ সুখী ,
বেহিসেবি হিসেব করে
                হলিরে নিজেই দুঃখী ।
এখন তোর কেউ হবেনা আপন
                  দুনিয়াটাই তোর ফাঁকা ,
সব কিছুই থেকেও রে তুই                    
                   হলিরে একা একা ।
সৎকর্মের সৎ ফল
               অসৎ কর্মের ফল অসৎ ,
কর্মকে কেউ দেয় যে ফাঁকি
                 আছে এমন কার হিম্মৎ ।
সংসারে থাকিয়াও তুই
                  না চিনিলি সংসার ,
এখন ভেবে দ্যাখ দেখি
                   তোর জীবনটাই অসার ।
না ভাবিলি ভালো মন্দ
                  না ভাবিলি ভবিষ্যৎ ,
এখন সংসার ছাড়া অন্যগতি
                  নাই  যে রে তোর পথ ।


      *********************
দুপুর - ১২ :১২ মিনিট !
০২/ ০৪ /২২ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !
                                      (পাড়ায় একজন স্বার্থপর আত্মসুখী মানুষের আজ এইহাল)