একদা প্রভাত কালে উলঙ্গ এক ছেলে ,
পথ'পরে একা একা বসে ধূলি খেলে ।


সহসা সেই পথ বেয়ে চলে এক ভিক্ষুক ,
জিজ্ঞাসিল বালকেরে  ,মনেতে উৎসুক ।


কি কারণে পথ'পরে ধূলি  মাখ সারা গায় ,
বলিল সে  সবার খাবার মাপি রোজ ,তায় ।


ভিক্ষুক হাসিয়া কহে এইটুকু বালক ,
তুই কিনা সারা বিশ্বের প্রতিপালক ?


বালক হাসিয়ে বলে -খেলি নাই ধূলি খেলা ,
যদি না মাপি কারে খাইতে পাইবেনা সেইবেলা ।


ভিক্ষুক হাসিয়া কহে উলঙ্গ তুই নিজে ,
ধূলি দিয়ে খাবার মাপিস কিকরে বুঝিযে ।


দীন ভিক্ষারী আমি ভিক্ষা করি প্রতি ঘর ,
তুই না মাপিলে খাইতে পাইবনা সেদিন আর ?


আমারে তুই মাপিস না আজ ওরে,
দেখি আমি খাইতে পাইনা কেমন করে ।


উপহাস করিয়া তারে ,ভিক্ষুক চলিল ভিক্ষার সন্ধানে ,
বাড়ী বাড়ী ঘুরে ভিক্ষা না দেয় তারে কোনজনে  ।


সন্ধ্যাকালে রিক্ত ভিক্ষার ঝুলি নিয়ে বাড়ী ফিরে ,
সেইক্ষনে উলঙ্গ ছেলের কথা গেল মনে পড়ে ।


পুনঃ সে চলিল সে বালকের সন্ধানে ,
খুঁজিয়া বেড়ায় তারে ,না পায় কোনখানে ।


বুঝিল সে অন্তর্যামি নারায়ণ জানিয়া অন্তরে  ,
না করিও অহংকার কখনো মতগর্ব ভরে  ।


  🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾


বেলা -১০:১১ মিনিট ।
০৯/০৯/২০১৯ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর  ।