আয়নার সামনে দাঁড়িয়ে তোমার সুন্দর মুখ দেখতে পাও ,
দেখতে পাও কি তোমার মন ,চরিত্র ,ব্যবহার ?
তুমি দেখতে পাও তোমার মুখ , তা যতই যেমন হোক্ ।


তুমি কি দেখতে পাচ্ছ তোমার কুৎসিৎ চেহারা ?
যার থেকে বেরিয়ে আসছে তোমার নোংরা চরিত্র,
মন , কুৎসিৎ ব্যবহার , ভয়ংকর ,বিভৎস চেহারা ।
তোমায় দেখে সবাই ঘৃণায় নাক শিটকাচ্ছে ,
ভয়ে কুঞ্চিত হয়ে যাচ্ছে , সন্ত্রস্ত হচ্ছে ।
তুমি মানুষরূপী কি ভয়ংকর , কদাকার প্রাণী ।
তুমি মানুষরূপে নরপশু ,নরকের কীট ,
তুমি মানুষকে ভালবাসতে পারনি ,পারনি কর্তব্য ,
দায়িত্ব পালন করতে ।
মমত্ব বোধ দিয়ে কারুর উপকার করে সমাজ রক্ষা করতে ।
শুধু স্বার্থপর পশুর মত নিজের ভারাক্রান্ত জীবন নিয়ে ,
সমাজকে কলুষিত করছো ,তোমার লজ্জা করেনা ?


দেখ তাকিয়ে আয়নায় -কি বিভৎস তোমার চেহারা ,
আয়না ক্রুরহাসি হাসছে ,উপহাস করছে তোমাকে ।
বলছে -বাঁচার মত বাঁচতে শেখ ,চরিত্র বদলাও ,
স্বার্থপরতা ত্যাগ কর ,বাঁচতে শেখ মানুষের মতন ।
আমি আয়না -তোমার ভেতরের সব কিছুই দেখতে পাই ,
তুমি দেখতে পাচ্ছ না আমার ভেতর তোমার কুৎসিৎ চেহারা ?


                       ************
বেলা-10:55 মিনিট ,
26/10/2018 শুক্রবার ,
মেদিনীপুর - কেরাণীটোলা ।