যাও যাও হে পাষাণ গিরি --
           এনে দাও মোর প্রাণের গৌরী ,
কি করে প্রাণে ধৈর্য্য ধরি --
           আর যে ঘরে থাকতে নারি  !


তুমি যে হে পাষাণ পিতা --
            হৃদয় কি হে পাষাণ সদা ,
মনে কি পড়ে না সূতা --
            তোমার কি নেই প্রাণে ব্যাথা  ?


তুমি হে পাষাণ  বাপ --
             নেইকি মনে অনুতাপ ,
বসে রয়েছো চুপচাপ --
            পাষাণ হৃদয় তাই নেই মনস্তাপ !


প্রাণ উমা আমার এলি কি মা --
              আয় মা আমার মনোরমা ,
বুকে ধরি তোরে ওমা ---
              তুই যে আমার ভব শ্যামা !


আয় মা ভবে সদা শিবে --
             বুকে জড়াই ,প্রাণ জুড়াই এবে !


কোলে আয় মা ভবদ্বারা --
             তুই যে আমার নয়ন তারা ,
সম্বৎসর না হেরে তোরে --
                      মণি হারা ফণী পারা  !


            卐卐卐卐卐卐卐卐卐卐


রাত্রি = ৯:০৫ মিনিট ,
১০/১০/২০১৮ বুধবার ,
মেদিনীপুর (কেরাণীটোলা )