নবপল্লব  জাগে  বনে বনে ,
পল্লব মুকুলিত  আম্র কাননে ।
কৃষ্ণচূড়া আবীর খেলে নন্দিত বনে ,
বসন্তে এসেছে আজি বঁধূয়ার মনে  ।


বসন্ত এসেছে আজি হৃদয় অঙ্গনে ,
লাজে রাঙা হলো বঁধূ রাঙা আননে ।
শাখায় শাখায় কিশলয় পল্লবিত  ,
মধুকর মধুলোভে হয় আকুলিত  ।


পলাশ শিমুল রঙে আবীর মাখে ,
হিন্দোলিত পল্লব তরুর শাখে ।
বনফুলে সাজে আজি বনকুমারী ,
বেলিফুলে মালা গেঁথে সাজায় কবরী  ।


ডাহুক ডাহুকী ডাকে বকুল শাখায় ,
প্রজাপতি রঙ আঁকে পাখায় পাখায় ।
মত্ত দাদুরী ডাকে আয় বুকে আয় ,
ফাগুনে আগুন লাগে কৃষ্ণচূড়ায় ।


কোকিলের কুহু তান মহুয়া বনে ,
বুলবুলি শাখে শাখে নাচে আনমনে ।
কপোত কপোতি দোঁহে মধুপ বিপিনে ,
দোয়েল শিস দিয়ে যায় গহন কাননে ।


বসন্তে হিল্লোলে দোলা দেয় মন ,
মাধবী মালতীতে বিকশিত বন ।
হৃদয় উপবনে লাগে প্রেমের ছোঁয়া ,
বসন্তে আবীরে রেঙে এলো বঁধূয়া ।


   🌴🍂🌴🍂🌴🍂🌴🍂🌴🍂


রাত্রি -৮:১৫ মিনিট  ।
২০ /০২ /২০২০ বৃহস্পতিবার ।
কেরানিটোলা = মেদিনীপুর ।