আনন্দময়ীর আগমনে ,
             আনন্দে গিয়েছে হৃদয় ভরে ,
হেরো ঐ সারা দেশ ছেয়ে ,
                     প্রতি ঘরে ঘরে !
শিউলী ঝরা পথের 'পরে ,
                   মা এসেছেন আলতো পায়ে  ,
মাধবী লতায় গাঁথিয়া মালিকা ,
                   হেসেছে মালতী ,মাধবীর ছায়ে !
পদ্ম পরাগ খুলেছে পাপড়ী ,
                     পরাগ রেনু দিয়েছে উজাড়ী !
ভ্রমরের দল তাহারি উপরি ,
                      লুটোপুটি করে পরাগে তাহারি !
মলয় বাতাস বহে ঝিরিঝিরি ,
                     আমলকী বন কাঁপিছে শিহরি !
শিউলীর ডালে ভরিয়াছে কুঁড়ি ,
                     টগর ফুটিল সারা গাছ ভরি !
মাধবী লতায় বাতাসের দোলা ,
                    মৌমাছি খোঁজ নেয় দুই বেলা !
মেঘেরা সকলে পাইয়াছে ছাড়া ,
                    ফেরে ভেসে ভেসে ,নেইকাজে তাড়া !
দীঘি ভরা জল করে ঢল ঢল ,
                     নানা ফুল ফোটে ধারে  !
সবুজ ধানেতে ক্ষেত ভরে আছে ,
                      হাওয়ায়  দোলা দেয় তারে !
আজি শরতের আমন্ত্রনে ,
                    পূজার গন্ধ ভাসে !
পূব দিগন্তে উদিত ঐ-
               রঙীন সূর্য্য হাসে !


             *******
বেলা -১০:১০ মিঃ ,ডেবরা ,
১৯ /০৮ /২০১৭ ,শনিবার  !