অযোগ্য - ( ৪৫০তম প্রয়াস )
   কবি - দীপ্তি রায়


আচার , আচরণ , ব্যবহার , সহবত , মানবিকতা ,
শালীনতা , সৃষ্টাচার , সামাজিকতা , ভদ্রতা।
উক্তগুলি বাদ দিলে , নয় সে মানুষ ,
দেখতে মানুষ সে -চরিত্রে পশু , নয় বেহুঁশ ।
ওই সবের ধার ধারেনা , পঞ্চইন্দ্রিয়ের বশীভূত ,
ষড়রিপুতে জর্জরিত , পঞ্চইন্দ্রিয়ের বশীভূত।
লালসা , কামনা , বাসনায় সদা পরিপুষ্ট ,
সুখের ঘাটতি হলে তার ক্রোধ অবিরত । পঞ্চ ইন্দ্রিয়, ষররিপুর হাত ধরে হাঁটে ,
ভোগ , বিলাসে , মুহ্যমান , পাপিষ্টই বটে ।
কাক যেমন সবার মাংস ছিঁড়ে খায় ,
কাকের মাংস কেউ কখনো না খায় ।
তেমনি তাকে নিয়ে সবাই ব্যস্ত থাকুক সারাক্ষণ ,
কাহারো জন্যে সে করিবেনা কদাচন ।
সবাই তাকে মান্য করুক , সে কাউকে দেয় না মান ,
নিজের মানের কথায় - নিজেই ঢাক,ঢোল,
পিটান ।
কণা মাত্র নেই যোগ্যতা ,বাজারে , পথে ,
কথার ফুলঝুরি দিয়ে , পেটটি ভরায় বস্তিতে।
কত রঙ্গের মানুষ রে ভাই , এমন দেখি নাই,
নিজের বেলায় আঁটি সুঁটি , পরের বেলায় নাই ।


              ************
সন্ধ্যা -৭:00মিনিট ,
২৫/০৭/২০১৮ বুধবার ।
কলকাতা ।