রাধা না ছাড়ে কৃষ্ণরে কৃষ্ণ নাছাড়ে রাধা ,
একই সুরে দুটি নাম একই সূত্রে বাঁধা ।
কৃষ্ণ বলে রাধা তুমি আমার জীবনের জীবন ,
রাধা বলে কৃষ্ণ তুমিই আমার জীবন মরণ ।
রাধা বলে কৃষ্ণ কালো হেরি  সারা বিশ্বময় ,
কৃষ্ণ হেরে রাধা গৌরাঙ্গিনী জগৎ আলো হয় ।
আধা অঙ্গ কৃষ্ণ বর্ন আধা গৌর বর্ন হয় ,
এ যেন অমাবষ্যায় পূর্ণিমার হয় চন্দ্রোদয় ।
কৃষ্ণ শিরে শিখি পাখা জ্বলে যেন মণি ,
রাধার শিরে বেনী যেন দোলে কালো ফণি ।
কৃষ্ণ বলে রাধা তুমি আমার আধা-র আধা ,
রাধা রাধা বাজে বাঁশী রাধা নামে সাধা ।
রাধা বলে কৃষ্ণ তুমি জগৎ চিন্তামণি ,
কৃষ্ণ বিনা আমি সখা কিছু নাহি জানি ।
রাধা কৃষ্ণ মূলমণ্ত্র মোর সংসারেরি সার ,
রাধাকৃষ্ণ নাম বিনে ত্রিভূবনে কিছু নাই আর  ।
রাধা কৃষ্ণের নাম যেবা লয় ভক্তি ভরে ,
ভয় ভাবনা মন্দ কিছু না স্পর্শিবে  তারে ।


      *******************
দুপুর - ১২ :২৭ মিনিট !
২৬ / ১০ /২১ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !