তোমার কালীর পায়ে জবা পুষ্প মহেশ পদতলে ,
আমার কালী ঢেঁকিতে ধান ভাঙে সকাল হলে ।
আমার কালী রাস্তায় রাস্তায় শুধুই ধূলা খেলে ,
পেটেতে ক্ষিদার জ্বালা ছিন্ন বস্ত্র থাকে অবহেলে ।
তোমার কালী খড়্গ হাতে কাটে অসুর মুন্ড ,
আমার কালী লাঞ্ছিতা হলে নেই তার দন্ড ।
তোমার কালী উলঙ্গ তবু নরকর বেড়া কোটী''পরে ,
আমার কালীকে বিবস্ত্র করে ইজ্জৎ হরণ করে ।
তোমার কালী ভৈরবী রূপে অন্যায়ের করে প্রতিকার ,
আমার কালী পন হেতু শ্বশুরবাড়ী দেয় প্রাণ উপহার ।
তোমার কালী কন্যা রূপে পায় পূজা ভোগ ভক্তি অর্চনা,
আমার কালী শ্বশুর বাড়ী পনের কারণ সয় শুধু লাঞ্ছনা  ।
তোমার কালী বছর বছর পূজা অর্চনা পায় ,
আমার কালী বছর বছর আঁতুড়ঘরে যায় ।
তোমার কালী পায় ভোগ নৈবিদ্য আদর যতন ,
আমার কালী পুষ্টিহীনতায় ভোগে আজীবন ।
আমার কালী সবাইকে খাইয়ে উচ্ছিষ্ট খাবার খায় ,
তোমার কালী না চাইতেই ভোগ নৈবিদ্য পায় ।


        *******************
বিকেল - ৩:৪০মিনিট।
১১/১১/২০২০ বুধবার।
কেরানিটোলা = মেদিনীপুর।