পশ্চিমে কংসাবতীর দুই তীরে ,
দুই পারে কাশফুল তার দুই ধারে ।
এপারেতে  আছে গ্রাম ,
লালগড় তার নাম ।
এইযে গ্রামের সব ঘর ,
অতিশয় মনোহর ।
কাঁচা পাকা বাড়ী ঘেরা ,
লালগড় গ্রাম সেরা ।
উত্তরে শাল মহুলের জঙ্গল ,
দক্ষিণে বয়ে চলেছে শহরখাল ।
খাল বেঁধে তৈরী হয়েছে পাকারাস্তা ,
যানবাহন চলাচলের সুব্যাবস্থা ।
রাস্তার একপাশে জমি আর -
একপাশে কলেজ ,মডেল স্কুল,বাড়ী-ঘর ।
পূবের জঙ্গল কেটে হয়েছে  ঘর -বাড়ী ,
কত বড় বড় গাছ রয়েছে সারি সারি ।
এর পরে গভীর জঙ্গল ,বড় বড় গাছ ,
সবুজে সবুজে ঘেরা বনানী বনমাঝ ।
চারিধারে ঘেরা জমি ,সবুজ শ্যামলীমা ,
বনানী বনান্তরাল ,নেইকো উপমা ।
বারমাসে তের পার্বন হয় সেখানেতে ,
বাস করে সেথা সবে আনন্দে সুখেতে ।


       ************
রাত্রি = ১০:৫২ মিনিট ,
২৭ /০১ /২০১৯ রবিবার ,
লালগড় ।