কৈলাস হ'তে বাপের ঘরে ,
আসবে উমা তিন দিনের তরে ।
তিনদিন পরে আসবে হরে ,
নিয়ে যাবে উমায় সঙ্গে করে  ।


আবার সম্বৎসর পরে ,
উমা আমার আসবে ঘরে ।
মা'র প্রাণে কি ধৈর্য্য ধরে ,
না হেরে উমা মন কেমন করে ।


সোনার বরন আমার উমা ,
তুই মা আমার মনোরমা  ।
তোরে ধরে বুক জুড়াই মা ,
আয় মা বুকে ওমা উমা  ।


ষষ্টিতে করি বিল্ব বরন ,
সপ্তমীতে তোর আগমণ  ।
মহাষ্টমীতে তোর আরাধন ,
নবমীতে তোর অন্নভোগ নিবেদন ।


দশমীতে বিজয়া পূজা  ,
বিদায় নিবে দশভূজা ।
হর নিয়ে যাবে অদ্রিজা ,
কৈলাসে যাবে আমার গিরিজা ।


******************
রাত্রি - 10 : 20 মিনিট ।
09 /10 /21 শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।