আমি সেইখানে থাকতে চাই ,
যেথা বিরহ বিচ্ছেদ নাই ।
আমি সেখানে থাকতে চাই ,
যেখানে অসম্পূর্ণতার অভিযোগ নাই ।
আমি সেখানেই থাকতে চাই  ,
যখানে অপরের পরিপূরক ভাই ।
আমি সেখানেই থাকতে চাই ,
যেখানে অভিমান অনুরাগ ভালোবাসার ঠাঁই ।
আমি সেখানেই থাকতে চাই ,
যেথায় স্বার্থপরতা  বিলাসিতার ঠাঁই নাই ।


আমি সেখানেই থাকতে চাই ,
যেথা কেউ দুর্বল ভেঙ্গে পুড়ে -
তখন সবাই তাকে সাহস দেয় তুলে ধরে ।


আমি সেখানেই থাকতে চাই ,
যেথায় পরস্পরে আপন ভাবে ভাই ।
আমি সেথায় থাকতে চাই ,
যথা রূপে নয় গুনে মুগ্ধ সবাই ।
আমি সেথায় থাকতে চাই ,
যেথা পরস্পরে মিলেমিশে থাকে সবাই ।
আমি সেথায় থাকতে চাই ,
যেখানে বাহ্যিক ব্যাবহার নয় আন্তরিকতাকেই গুরুত্ব দেয় ।
আমি সেখানেই থাকতে চাই ,
যেখানে অপরের ভাল-মন্দ ,সুখ -দুঃখ ভাগ করে নেয় সবাই ।


             *************
দুপুর - ১ :২৫ মিনিট।
০৫ /০২ /২১ শুক্রবার।
রবীন্দ্র নগর =  মেদিনীপুর।