বাঙালী মানেই সাড়ে পাঁচ ফুট ,
দেহের গঠন নয়তো তেমন ভালো !
বাঙালী  চেনার রয়েছে উপায় ,
হাজার উদাহরণ  আরও !
বাঙালী মানেই রসগোল্লা ,আর নলেন গুড় ,
বঙালী মানেই ইলিশ মাছ,আর কুড়কুড় !
বাঙালী মানেই গরমভাতে ঘি ,আলুভাতে ,
বাঙালী মানেই মুসুর ডাল ,আলু পোস্ত পাতে !
বাঙালী মানেই ঝাল মুড়ি আর বাদাম ভাজা ,
বাঙালী মানেই পায়েস ,পিঠে আর খাস্তা গজা !
বাঙালী মানেইচব্য ,চস্য , আর লেহ্য  পেয় ,
বাঙালী মানেই দই ,চাটনী  শেষ পাতে খেয় !
শরৎচন্দ্র ,রবীন্দ্র নাথ ,ফাইন তাঁতের শাড়ী ,
বাঙালী মানেই ক্লাব ,ফ্যাসন ,নীলপূজা ,কালীবাড়ী !
বাঙালী মানেই হাল ফ্যাসন  স্টাইল গৃহ বধূর ,
হাতের শাঁখা নেইকো হাতে ,সিঁথিতে সিঁদুর !
বাঙালী মানেই অফিস ছুটি ,ছেলে মেয়ের পরীক্ষার অজুহাত ,
বাঙালী মানেই গ্যাস ,অম্বল ,কন্সটিপেশন ,আর বাতের ধাত !
বাঙালী মানেই বছর , বছর বেড়াতে যাওয়ার ধুম  ,
দুপুরে মাছ ,ভাত খেয়ে ,লম্বা একটা ঘুম  !
বাঙালী মানেই স্বজাতিকে ল্যাং ,চুকলিতে জুড়ি নেই,
বাঙালী মানেই শেয়ারে ব্যবসা ,লাটে ওঠে দুদিনেই !
বাঙালী মানেই ফ্রি গিফটের  পড়ে হুড়োহুড়ি ,
আবাসিক তবুও ,স্পেশালে ভীড় , করে বুড়ো বুড়ী !
বাঙালী মানেই দূর্গা পূজা ,বিজয়ার কোলাকুলি ,
হুজুকেতে মাতে ,অল্পেতে তাতে ,লম্বা -চওড়া  বুলি !
শ্রমের চেয়েও বিশ্রাম চাই ,এই বাঙালীর মানে ,
আড্ডাবাজ হলেও ,তবুও মগজে  দুনিয়া মানে !
বাঙালী মানেই চুলো চুলি ,পরের সমালোচনা ,
যা'র নিয়ে সমালোচনা ,সেখানেই আনাগোনা !
বাঙালী মানেই কানাঘুষো ,তোষামুদের ধাড়ী ,
স্পষ্ট কিছু বললে পরে ,পালায় তাড়াতাড়ী !
বাঙালী মানেই পরের খেতে খুবই  বাসেভাল ,
অপরকে খাওয়াতে হলে ,মুখ যে করে কাল !
বাঙালী মানেই পরের সুখে পরশ্রীকাতর ,
বাঙালী মানেই মুখোমুখি অতিশয় ভদ্দর  !


              ***********
.সকাল < ৮:৪৪ মিঃ >,কলকাতা
০৫ /০৫ /২০১৭ ,শুক্রবার !