আমরা নারী -
আমরা সবই করতে পারি।
মরি নিয়ে বাঁচি যে আমরা
মারি নিয়ে ঘর করি ।
মোদের বক্ষে প্রতিহিংসার আগুন ,
যোগাই স্নেহ ভলোবাসার ফাগুন ।
ঘরে বাইরে সামলাই আমরা,
কোন কাজে পিছপা নই নারী আমরা ।
আমরা কখনো মমতাময়ী জননী ,
আবার স্নেহময়ী কন্যা ও ভগিনী ।
আমরা কখনো প্রেয়সী রমণী ,
কখনো সর্বকার্য্যে সুগৃহিনী ।
আমরা সৃষ্টি করি প্রয়োজনে ধ্বংসও করি ।
আমরা কখনো পরিচারিকা কখনো শিক্ষীকা ,
কখনো পরিচালিকা কখনো সেবিকা ।
কখনো আদালতে জর্জ ব্যারিষ্টার   ,
কখনো পাইলট কখনো ট্রেনের ড্রাইভার ।
কখনো বাস ড্রাইভার কন্ডাকটার ,
কখনো অটোরিক্সো চালাই ট্রাক,ট্যাক্সি ড্রাইভার ।
কখনো চন্দ্রালোকে কখনো নভোঃস্চারী ,
কখনো মঙ্গল গ্রহে কখনো দিই সাগর পাড়ি ।
তাই আমরা নারী -
আমরা আমাদের সম্মান ছিনিয়ে নিতে পারি ,
আমরা পুরুষ শাসিত সমাজের উপরে উঠতে পারি ।


    ****************
দুপুর - ১২ : ৪০ মিনিট ।
২৬ /0৭ /২১ সোমবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।