মায়ের মুখের মধুর হাসি
              নিয়ে হাসে চন্দ্র শশী ,
মাযে আমার জীবন শশী
               মাকে বড়ই ভালোবাসি ।


মায়ের মতন হয়না এমন
                 এই দুনিয়ায় আর ,
মাযে আমার আলোর দিশা
                     প্রেরণার আধার ।


নিখাদ মায়ের ভালোবাসা
                 দুঃখ ভুলে পাই ভরসা ,
নিখাদ মায়ের সোহাগ স্নেহ
                  সর্ব দুঃখ ক্লান্তি নাশা  ।


মাযে আমার আঁধার ঘরে
                সুখের আলোর প্রদীপ ,
মায়ের মুখের মিষ্টি হাসি
                চাঁদের হাসির অধিক ।


মায়ের কথা পড়লে মনে
                   মনতো নাহি মানে  ,
তখনি ভাবি ছুট্টে যে যাই
                   মা আমার যেখানে  ।


মায়ের  মুখের মধুর হাসি
                  ভুলিয়ে দেয় ভূবন ,
মাযে আমার জগৎ জোড়া
                    জীবনের জীবন ।


মায়ের আমার মধুর হাসি
                  চাঁদ করেছে চুরি ,
মাযে আমার অমূল্য ধন
                      ভূবন মাধুরী ।


মায়ের মত দরদী
           কে আছে দুনিয়ায় ,
যত দুঃখ কষ্ট কান্তি
           মায়ের মুখ হেরে ভুলে যাই  ।


************************
সকাল -৯ :৩০ মিনিট  ।
০৮ / ০৫ /২২ রবিবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।