আনন্দে ওরে আনন্দে ,বসেছে আজি আনন্দেরি মেলা ,
হেথায় কচি কাচার দলে করে , আনন্দেতেই খেলা !
আয়রে আয় আনন্দ ,ভরিয়ে দে হৃদয় ,
দুঃখ যেন না নেয় প্রকাশ ,আনন্দে ভরে রয় !
আনন্দ হোক সবার সাথী  ,সারা জীবন ধরে ,
আনন্দ তুই মেলরে ডানা ,হৃদয় দেরে ভরে !
আনন্দ তুই  আয়রে হেথা , রঙীন পাখা মেলে ,
নাচরে তুই আনন্দেতে  ,রঙীন পেখম তুলে !
আনন্দে আজ ভরে দেরে ,তুই আনন্দ দানে ,
আনন্দে আজ ভরুক হৃদয় ,আনন্দ আর গানে !
আনন্দ তুই পাতিস আসন ,সবার মনের বনে ,
দুঃখ যেন না  পশে ,কখনো কারুর মনের কোনে !
বুকের ভিতর আনন্দ যে নাচে তাথৈ ,থৈ ,থৈ ,
সবাই মিলে আনন্দেতে ,সারাজীবন রই !
আয়রে আনন্দ তোর আনন্দেরি পাখা মেলি   ,
আনন্দে আজ ভরিয়ে দেরে ,জগৎ মিতালি !


              **********


সকাল -৯:৪৫ মিঃ , কলকাতা
০৯ /০৫ /২০১৭ ,মঙ্গলবার