শিলা চাপা কোন তৃণ
             রূপ রস বর্ন হীন ,
নাম মাত্র বেঁচে থাকে
             বাঁচা নাম নিয়ে  ।
সেইরূপ বেঁচে সবে
          পোরে মেখে খেয়ে ,
দিবারাত্র থাকে সবে
           গৃহ বন্দী হয়ে ।
ইচ্ছা নেই আনন্দ নেই
         নেই ভালো মন্দ ,
সবাকার মনে শুধু
           অহরহ দ্বন্দ্ব ।
সুখ নেই শান্তি নেই
        মনে শুধু সংশয় ,
কবে এই দিন ফুরোবে
        যাবে মনের ভয় ।
স্বাধীন হয়েও নয় স্বাধীন
           নিয়ম মেনে চলা ,
চেনা হলেও এড়িয়ে যায়
               হয়না কথা বলা ।
থাকে সবে মনমরা
              নেই সতস্ফুর্ত ,
দিন যায় সময় যায়
               কাটেনা মুহুর্ত ।
কবে হবে এই দিনের
               পূর্ণ অবসান ,
দেশবাসী কবে নেবে
       মুক্ত বাতাস ভরে প্রাণ ।
গৃহে বসে সবে সদা
             হতাশায় ভোগে ,
কে জানে কখন মারণ রোগ
              ধরবে কার ভাগ্যে ।
জীবন মৃত্যু সবই
            এখন মরার দাখিল ,
সর্বদা সবার ভাবনা এই ভাবে
          বেঁচে থাকা মৃত্যুরই সামিল  ।


     ********************
রাত্রি -৯:০০ টা ।
২৯ /০৯ / ২০২০  মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।