ওরে মন যখন তখন
         কেন করিস জ্বালাতন ,
যতই করি সোহাগ শাসন
         তবুও শুনিস না বারন ।
এযে এক সময় দারুণ
       নেই জাতি ,ধর্ম ,হয় সংক্রমন ,
হতাশা নিয়ে থাক ঘরে এখন
       বিভিষিকা সম আতঙ্কে বিশ্বভূবন ।


ভাবিসনেরে আসছে সুদিন
               মুছে যাবে এইদিন  ,
মানুষ আবার হবে স্বাধীন
         রঙীন আলোতে বাজবে বীন ।
চলবে সবাই হাসি খুশী
           আবার করবে মেলামেশি  ,
বাধা নিষেধ রবেনা আর
           নীলাকাশে হাসবে শশী ।
বইবে বাতাস বনেতে
           নাচবে পাখী খুশিতে ,
মহুল গাছের তলাতে
           নাচবে বৌ ঝিয়েতে ।
বাঁশের বাঁশীর সুরেতে
          সাঁওতালী আখড়াতে ,
ধামসা মাদোল তালেতে
          গাইবে সবাই একসাথে ।


এবার বলি কথা শোন
          থাক ঘরে থাক সারাক্ষন ,
হোসনে আর উনমন
          থাকরে  বসে অনুক্ষণ ।


     *****************
দুপুর -১২:৫০ মিনিট ।
১৩/০৫/২০২০ বুধবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।