বসে আছি নদী কূলে
             স্বামী তুমি আসবে বলে ।
দুটি হাতে ধরে
              নাওতে  নেবে আমারে  ।
যাব আমি বসত
             করবে তুমি আদর কত ।
অপেক্ষায় দিনগত
            আসবে কবে তথাগত ।
জীবনের অন্তিমকাল
          কখন তুমি আসবে দয়াল  ।
তুমি মম মন মাঝি
          পার কর আমি যে কাঙাল ।
অন্তিম সময় কালে
            ভাই বন্ধু থাকেনা স্থলে ।
শুধু তুমি থাক পাশে
            মিনতি টুকু দিওনা ঠেলে ।
হৃদয় মাঝারে প্রভু
                পুজিযে তোমারে ,
কেন নাহি দাও দেখা
              হে দীনবন্ধু আমারে  ।
তুমি মোর ইহকাল ,পরকাল
               তুমিই মোর কালাকাল ।
শেষের দিনে দিও দেখা
                ওহে মোর পরমদয়াল ।