জননীর দুঃখ কষ্ট স্নেহ মমতা আদর ,
কালধর্মে ভুলে যায় সম্পর্ক সমাদর ।
আত্মার আত্মীয় যারা পরম আত্মীয় তারা হয় পর ,
বিবাহের পরে তারা হয় অনাত্মীয় অপর ।
না জানে রক্তের সম্পর্ক না চেনে আপন পরে ,
দেখি ভাই বোন পিতা মাতায় অন্যজন ভাবে তারে ।
আত্মীয়রা অপরিচিত আপনজনে অবহেলা ,
পত্নীর আত্মীয় সবে তারাই আপন নমস্য দুইবেলা ।
সেই হলো সর্বজ্ঞ তার কথাতেই বসে উঠে সর্বক্ষণ ,
হয়ে যায় পূর্বের দিন ক্ষন দুঃখ কষ্টের বিস্মরণ  ।
ঘনিষ্ট আত্মীয়েরাও যদি সদুপোদেশ কথা দেয়  ,
মনোমত না হলেই ললনা ছলনাময়ী প্রমাদ ঘটায় ।
মন্ত্রী দ্বারা পরিচালিত রাজা চালায় রাজ্য দেশ ,
ভার্য্যার  অঙ্গুলিহেলনে চলে গৃহ , কর্তা নিমিত্ত মাত্র এক মেষ ।
ভাল মন্দ বিচারের সাহস নেই তার ,
যাহাই বলে ললনা ভাল মন্দ সব শিরোধার ।
পূর্ব দিকে সূর্য অস্তমিত তাই মেনে নিতে বাধ্য ,
ব্যাতিক্রম হলে পরেই রনরঙ্গিনী ঘটাবে অনর্থ  ।
আপনজনের সাথে বাক্যালাপের সময় কখন ?
গৃহিনীর কেহ এলে করতে হবে যারপরনাই আদর আপ্যায়ন  ।
    
          ***************
বিকাল -৩ : ৪৫ মিনিট ।
২৩ / ০৮ /২০২০ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।